Indian railway: ফের বেলাইন ট্রেন, বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি। ABP Ananda live
Bankura News: ফের বেলাইন ট্রেন, বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। ঘটনার কারণ খতিয়ে দেখছেন তারা। আদ্রা-খড়গপুর শাখার পিয়ারডোবা স্টেশন লাইনচ্যুত মালগাড়ি। রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন মালগাড়ি।
পার্টি অফিসের দখল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতে উত্তেজনা ছড়াল শান্তিনিকেতনের শ্রীনিকেতনে। প্রথমে একদল পার্টি অফিসের দখল নিয়ে তালা ঝুলিয়ে দিলেন। পরে, আরেকদল এসে তালা ভেঙে ঢুকে পড়লেন। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই সামলাতে আসরে নামতে হল পুলিশকে।
মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের। জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে হোটেল ভাঙার নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশে স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। ৩০ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। মামলায় সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।