Insaf Yatra : একাধিক দুর্নীতির অভিযোগে DYFI-র 'ইনসাফ যাত্রা', পড়ল দ্বিতীয় দিনে। ABP Ananda Live
DYFI : দ্বিতীয় দিনে ডিওয়াইএফআইয়ের 'ইনসাফ যাত্রা'। রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ডিওয়াইএফআইয়ের 'ইনসাফ যাত্রা'। গতকালই কোচবিহার থেকে আলিপুরদুয়ারে ঢোকে 'ইনসাফ যাত্রা'। আলিপুরদুয়ারের বানারহাট থেকে ফের শুরু হয়েছে যাত্রা, ফালাকাটা হয়ে পৌঁছবে বানারহাটে। প্রায় ২ মাস হেঁটে ৭ জানুয়ারি ব্রিগেডে পৌঁছবেন ডিওয়াইএফআই নেতা-কর্মীরা।