Child Health : সদ্যোজাতর অসুখ চিহ্নিতকরণে নয়া উদ্যোগ, স্বল্প খরচে পরীক্ষার ব্য়বস্থা ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ-এ

Continues below advertisement

অনেক সময় কিছু অসুখ নিয়েই শিশু জন্মায়। সদ্য়োজাত জন্মানোর পরই, যদি বেশ কিছু পরীক্ষা করে সেই অসুখ চিহ্নিত করা যায়, সেক্ষেত্রে শিশুর সুস্থ হয়ে ওঠার লড়াই অনেকটাই সহজ হয়ে যায়। এবার এমনই বেশ কিছু পরীক্ষার ব্য়বস্থা আনল ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ। শুধু এখানে জন্মানো শিশুরাই নয়, বাইরে থেকে এসেও এখানে শিশুদের পরীক্ষার ব্য়বস্থা থাকছে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram