International Yoga Day: একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে। উদ্যোক্তা সরোবর যোগ ফ্রেন্ডস। সারা বছরই সাধারণ মানুষকে বিনামূল্যে যোগাভ্যাস করান এই সংগঠনের উদ্যোক্তা এবং ইনস্ট্রাকটর তাপস সাহা। আন্তর্জাতিক যোগ দিবসের পাশাপাশি আজ বিশ্ব সঙ্গীত দিবস। তাই গানের তালে যোগ ব্যায়াম এই দিনটি উদ্যাপন করলেন সরোবর যোগ ফ্রেন্ডস-এর সদস্যরা
আরও খবর...
খিদিরপুরের পর এবার বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কদম্বগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারাখানা, গুদাম। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। আগুনের বহর বেড়েই চলেছে। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনায় টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দমকল সময়মত এসে পৌঁছয়নি। যার জেরে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়েছে !