Kolkata News: স্কুলের সামনে থেকে অপহরণকাণ্ডে অপহৃত ছাত্র, এক ছাত্রী ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ
Continues below advertisement
স্কুলের সামনে থেকে অপহরণকাণ্ডে অপহৃত ছাত্র, এক ছাত্রী ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ । জিজ্ঞাসাবাদ করল লেক থানার পুলিশ । তিন নাবালককে পাঠানো হয়েছে হোমে । আজ অপহৃত ছাত্র, ওই ছাত্রী ও তার ভাইকে জুভেনাইল আদালতে পেশ করা হবে । ছাত্রীর বাবার দাবি, সদ্য স্কুলে ভর্তি হওয়া তাঁর মেয়েকে উত্যক্ত । করত ওই ছাত্র ছাত্রী নিজের ভাইকে বিষয়টি জানায়, এরপর গতকাল দলবল নিয়ে স্কুলের সামনে হাজির হয় ছাত্রীর ভাই । অভিযুক্ত ছাত্রকে তারা তুলে নিয়ে যায় বলে ছাত্রীর বাবার দাবি । খবর পেয়ে রাতে অপহৃত ছাত্রকে উদ্ধার করে লেক থানার পুলিশ
Continues below advertisement