STF: ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরা, পেন ড্রাইভে বিপজ্জনক তথ্য
ধৃত সন্দেহভাজন জঙ্গি (Terrirost) আব্দুল রাকিব কুরেশিকে জেরায় বিস্ফোরক তথ্য। 'পেন ড্রাইভে (Pen Drive) এমন কিছু তথ্য মিলেছে, যা দেশের পক্ষে বিপজ্জনক হতে পারে'। 'পেন ড্রাইভ থেকে কয়েকজন ব্যক্তিত্বের ছবিও পাওয়া গেছে'। বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের, দাবি এসটিএফের। ব্যাঙ্কশাল আদালতে দাবি সরকারি আইনজীবীর। ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ফের হেফাজতে পেল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করে এসটিএফ। ধৃতকে জেরা করে জঙ্গি মডিউলের শিকড়ে যেতে চায় এসটিএফ (STF)।