Dhupguri By-Election: অভিষেকের মহকুমার প্রতিশ্রুতিই কি তৃণমূলের বাজিমাত ধূপগুড়িতে ?
অভিষেকের মহকুমার প্রতিশ্রুতিই কি ধূপগুড়ি জয়ের মাস্টার স্ট্রোক ছিল? এমন দাবি করেছেন খোদ বিজেপির পরাজিত প্রার্থীই। একইসঙ্গে তৃণমূলের মিতালি'কে বিজেপিতে নেওয়ার কৌশল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, তাতে বিজেপির ভাবমূর্তিই নষ্ট হয়েছে।