CBI: এবার কি মিড ডে মিলে গরমিলের অভিযোগেও তদন্ত নামবে CBI? ABP Ananda Live
এবার কি মিড ডে মিলে গরমিলের অভিযোগেও তদন্ত নামবে CBI? বাংলায় মিড ডে মিল প্রকল্পে ওঠা গরমিলের অভিযোগ খতিয়ে দেখতে চলতি বছরের জানুয়ারি মাসে 'জয়েন্ট রিভিউ মিশন' তৈরি করেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এরপর, এপ্রিল মাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে জমা পড়া রিপোর্টে দাবি করা হয়, অতিরিক্ত মিড ডে মিল দেখিয়ে ১০০ কোটিরও বেশি টাকা তুলে নেওয়া হয়েছে! এতকাণ্ডের পরও যে সব জায়গায় খাবারের মান ফেরেনি তার প্রমাণ মিলল বীরভূম, মালদার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
Tags :
Bangla News Mid Day Meal ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel