CPM : সাগরদিঘিতে পাস, ধূপগুড়িতে সিপিএমের ধস ! জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোট করার ফলেই কি ধাক্কা ?
Continues below advertisement
তৃণমূলের সঙ্গে 'INDIA' জোটে সামিল হওয়ার প্রভাবেই কি সাগরদিঘির মতো ফল মিলল না ধূপগুড়িতে? পঞ্চায়েত ভোটের তুলনায় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের ভোট শতাংশ কমে প্রায় অর্ধেক হল। জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোট করার ফলেই কি বিশ্বাসযোগ্য়তা ধাক্কা খাচ্ছে? সিপিএমের রাজ্য় কমিটির বৈঠকে উঠল প্রশ্ন। ড্যামেজ মোকাবিলায় এরাজ্য়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে প্রচারে নামার সিদ্ধান্ত নেওয়া হল বৈঠকে।
Continues below advertisement