Snake Bite : বিষধর কামড়ানোর পরে বাঁধন দিলে লাভ না ক্ষতি, ওঝা-বদ্যিতে কি বিষের চিকিৎসা হয় ?

কাউকে যদি সাপে কামড়ায়, পরক্ষণেই কী করবেন, কী করবেন না - এই সিদ্ধান্তহীনতায় ভুগে সঠিক সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেলে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। চিকিৎসক দয়ালবন্ধু মজুমদার (Dr Dayal Bandhu Majumdar) ইঙ্গিত দিয়েছেন, সাপের কামড় নিয়ে কুসংস্কারের (Snake Bite Superstition) ফাঁদে পড়লে সমূহ বিপদের সম্ভাবনা। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (Calcutta National Medical College and Hospital) কর্মরত ডাঃ মজুমদার সাপের কামড়ের নানা ধরণের সমস্যায় আলোকপাত করেছেন তাঁর দীর্ঘ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। কয়েকটি পর্বে। সাপের কামড় নিয়ে সচেতনতার দ্বিতীয় পর্বে রইল এরকমই আরও অনেক পরামর্শ, শিক্ষা। সময় নষ্ট না করে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডাঃ মজুমদার। পাশাপাশি, সাপে কামড়ানোর পরে বাঁধন দেওয়া, দৌড়ঝাঁপ করা, কবচ, তাবিচ, ঘরোয়া ওষুধের ব্যাপারেও সতর্ক করেছেন। সাপে কামড়ানোর পরে সাপ ধরে হাসপাতালে দৌড় দেওয়ার যে কোনও প্রয়োজন নেই, বলেছেন তাও। তাঁর মতে, মানুষকে কামড়ানোর জন্য সাপ ঘরের ভিতরে ঢোকে না। আপনাদের আরও কোনও প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্টবক্সে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola