ICSE-ISC: প্রকাশিত আইসিএসই, আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট
করোনা পরবর্তী সময়ে ফের পুরনো নিয়মে দিল্লি বোর্ডের পরীক্ষা। বছরে একবারই আইসিএসই, আইএসসি পরীক্ষা। জোড়া পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ বোর্ডের। ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসই পরীক্ষা। পরীক্ষা চলবে ২৯ মার্চ পর্যন্ত। আইএসসি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি, পরীক্ষা চলবে ৩১ মার্চ পর্যন্ত । বিজ্ঞপ্তি দিয়ে জানালো আইসিএসই বোর্ড।
Tags :
Icse Exam Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Isc