ISF News: ISF-এর কর্মসূচিতে ধুন্ধুমার। আহত ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি
ABP Ananda LIVE: ধর্মতলায় ISF-এর কর্মসূচিতে ধুন্ধমার। আহত ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিক। প্রথমে তাঁকে আটক করে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে।
আরও খবর....
সংবিধান সংশোধনী বিল পেশের দিনই বিপাকে কারামন্ত্রী। প্রাথমিক নিয়োগে দুর্নীতির মামলায় মন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ। ১২ সেপ্টেম্বর কারামন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে আত্মসমর্পণের নির্দেশ। 'চন্দ্রনাথ সিন্হার বিরুদ্ধে ১৫ দিনের মধ্য়ে সমন জারি করতে হবে'। 'সমন জারি করে কোর্টে পেশ করতে হবে কারামন্ত্রীকে'। প্রাথমিক নিয়োগে দুর্নীতির মামলায় নির্দেশ বিশেষ ED আদালতের।
বিচারপ্রক্রিয়া শুরুর জন্য রাজ্যপালের অনুমতিপত্র পেশ করল ED।
তামান্নার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাতে হাইকোর্টের উদ্দেশে রওনা দিলেন তামান্নার মা। পুলিশি তদন্তে আস্থা নেই। তাই, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।