ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৬.২৩) পর্ব ১: বায়রনকে আক্রমণ নৌশাদের | কাকু-কুন্তল-মানিক, দুর্নীতির 'থ্রি মাস্কেটিয়ার্স' | ABP Ananda LIVE

Continues below advertisement

Ghanta Khanek Sange Suman:' তৃণমূলের কাছ থেকে অকল্পনীয় টাকা ও‌ মন্ত্রিত্বের টোপ, ছিল লাগাতার হুমকিও'। 'এত চাপের মুখেও দল ছেড়ে তৃণমূলে যাইনি', দলবদলু বায়রনকে আক্রমণ করে বিস্ফোরক দাবি ISF বিধায়ক নৌশাদের। 'কাকু-কুন্তল-মানিক, দুর্নীতির 'থ্রি মাস্কেটিয়ার্স', 'পর্ষদ অফিসে বৈঠক করে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি', বিস্ফোরক দাবি ED-র। সুজয়কৃষ্ণের নামে পাঁচ-পাঁচটা কোম্পানির হদিশ। বেহালায় জমিও দখল করেন 'কালীঘাটের কাকু'! এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট। তৃণমূল নেতা‌‌ শান্তনুর কোম্পানিতেও খাটত সুজয়কৃষ্ণের টাকা!।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram