'সবেমাত্র ডায়মন্ড হারবার থেকে দাঁড়াব বলেছি, তাতেই কালীঘাট কাঁপছে', চ্যালেঞ্জ নৌশাদের
লোকসভা ভোটে অভিষেককে নৌশাদের 'ডায়মন্ড' চ্যালেঞ্জ। 'সবেমাত্র ডায়মন্ড হারবার থেকে দাঁড়াব বলেছি, তাতেই কালীঘাট কাঁপছে'। 'সংগঠনের অবস্থা ভাল করে বুঝে নিয়েছেন, তাই নির্দিষ্ট জায়গার বাইরে যাবেন না বলছেন অভিষেক'। ওখানে থাকুন বা না থাকুন কোনও লাভ হবে না, অভিষেককে চ্যালেঞ্জ নৌশাদের। ভোটে হার বুঝে হাওয়া গরমের চেষ্টা, নৌশাদকে পাল্টা কটাক্ষ জয়প্রকাশের ।