Mamata Banerjee: মমতার কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক, তহবিলের টাকা নিয়ে অভিযোগ নওশাদের

ABP Ananda LIVE মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে নওশাদ বলেন, "আড়াই বছর ভাঙড় পঞ্চায়েত সমিতি-১, ভাঙড় পঞ্চায়েত সমিতি-২ আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে। জেলা থেকে একটা অর্ডার করেছে, যেখানে এডিএম(ডেভেলপমেন্ট)-এর সই আছে। তারা আমার কাজটা আবার সেই পুনরায় পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে। আবার তাকে দিয়েছে। আমার সঙ্গে কোনওরকম আলোচনা, জিজ্ঞাসাবাদ না করেই। যত সময় ইউসি দেওয়া হয় না। আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে। ওখানে নেমপ্লেট আসেনি যে, আমার ওটা বিধায়ক তহবিলের কাজ...। সর্বোচ্চ জায়গায় এসেছি। এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয়, তাহলে আর কিছু বলার নেই। তাহলে আমি বলে যাচ্ছি, আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে ...৩ কোটি টাকা খরচ করার ক্ষমতা আমার আছে, সেই টাকা খরচ করব। ওদের কে নিয়ন্ত্রণ করছে সেই বিতর্কে আমি যেতে চাই না। আমার চাই কাজ। বেশিক্ষণ কথা হয়নি। যেহেতু আমায় সময় দিয়েছিল সাড়ে ৫টার দিকে। আমি আগেই চলে এসেছি। আমার যে বিষয়গুলো ছিল, সেগুলো উত্থাপন করেছি।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola