ISF: বকেয়া ডিএ-র ধর্নামঞ্চে অনশনে বসলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি
বকেয়া ডিএ-র দাবিতে আজ থেকে ডিজিটাল নন-কোঅপারেশনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের
পাশে থাকার বার্তা দিতে ধর্নামঞ্চে অনশনে বসলেন আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nausaad Siddique)
সকাল ১০টা থেকে রাজ্যজুড়ে শুরু হবে গণ অনশন কর্মসূচি
শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান আন্দোলনের আজ ৫১তম দিন
শুক্রবার ৩৭ দিনে পড়েছে তাঁদের অনশন আন্দোলন
বকেয়া ডিএ'র দাবিতে এখনও অনড় রয়েছেন আন্দোলনকারীরা
বকেয়া DA-র দাবিতে আজ থেকে ডিজিটাল নন-কোঅপারেশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে আজ শহিদ মিনার চত্বরে ধর্নামঞ্চে অনশনে বসলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। সকাল ১০টা থেকে রাজ্যজুড়ে শুরু হবে গণ অনশন কর্মসূচি। শহিদ মিনারে ধর্না-অবস্থানের আজ ৫১ দিন। ৩৭ দিনে পড়েছে অনশন-আন্দোলন।
আজ থেকে ডিজিটাল অসহযোগিতার ডাক দিয়ে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন, দফতরের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা কোনও নির্দেশ পালন করবেন না। ব্যক্তিগত মোবাইল, ল্যাপটপেও ডেটা খরচ করে আর কোনও কাজ করা হবে না। কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন হলে তা অফিসিয়াল মেল মারফত জানাতে হবে এবং সরকারি অফিসের নির্ধারিত সময়ের বাইরে কোনও কাজ করবেন না কর্মীরা।
এর আগে বকেয়া DA-র দাবিতে ২০ ও ২১ ফেব্রুয়ারি টানা ২ দিন সরকারি দফতরে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। এরপর ১০ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘট পালন করেন তাঁরা।