Bhangar: ISF -TMC সংঘর্ষে অগ্নিগর্ভ ভাঙড়, অশান্তির আঁচ কলকাতায় পুলিশের সঙ্গে ISF কর্মীদের সংঘর্ষ
Nojore 9 chotjaldi : আইএসএফ (ISF) -তৃণমূলের (TMC) সংঘর্ষে অগ্নিগর্ভ ভাঙড় (Bhangar)। হাতিশালায়(Hatishala) পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। আইএসএফের (ISF)উপর হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পাল্টা আইএসএফ (ISF) কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ শাসকদলের। দুপক্ষের সংঘর্ষে ইটবৃষ্টি। বোমাবাজি (Bombing), গুলি চলারও অভিযোগ। পুড়ল তৃণমূলের অফিস। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী (Police Force)। আরাবুলের(Arabul Islam) নেতৃত্বে পথ অবরোধ দাবি নৌসাদের । ভাঙড়ের (Bhangar) অশান্তির আঁচ কলকাতায় (Kolkata)। ধর্মতলায়(Dharmatala) আইএসএফের(ISF) অবরোধ। তুলতে গেলে পুলিশের(police) সঙ্গে আইএসএফ (ISF) কর্মীদের সংঘর্ষ। টেনে-হিঁচড়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (noushad siddique) প্রিজন ভ্যানে(Prison van) তোলে পুলিশ (Police)। এরপর আরও উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা(Dharmatala) চত্বর। ইট ছুড়তে ছুড়তে পুলিশকে তাড়া করে আইএসএফ কর্মী-সমর্থকরা। ঘোরাল হয়ে ওঠে পরিস্থিতি। পৌঁছয় আরও পুলিশ বাহিনী(Police Force)। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের (Tear Gas) সেল ছুড়তে থাকে। এদিকে ১৯ কোটি(19 Crore) নয়, নিয়োগের জন্য ৩০ কোটি(30 crore) টাকা ঘুষ(Bribe) নিয়েছেন যুব তৃণমূল(TMC) নেতা কুন্তল'(Kuntal Ghosh)। নিয়োগ দুর্নীতি(Recruitment scam) মামলায় ধৃত কুন্তল ঘোষকে(Kuntal Ghosh) আদালতে(Court) পেশ করে দাবি ইডির(ED)। 'কুন্তলের ফ্ল্যাট থেকে পাওয়া ডায়েরিতে টাকার হিসেব'। 'কোন খাতে, কার কাছ থেকে, কত টাকা, তারিখ সহ উল্লেখ'। 'শুধু প্রাথমিক(Primary) নয়, নবম-দশমের(class 9 10) শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েও টাকা নিয়েছেন কুন্তল'। কুন্তল ঘোষকে আদালতে (Court) পেশ করে দাবি ইডির। তদন্তে সবরকম সাহায্য করা হয়েছে, দাবি কুন্তলের আইনজীবীর (advocates)।