Kasutav Bagchi: 'তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দল পদক্ষেপ করলে কিছু যায় আসে না', ফের 'বিদ্রোহী' কৌস্তভ বাগচী। ABP Ananda Live

বঙ্গ কংগ্রেসে ফের 'বিদ্রোহী' কৌস্তভ বাগচী। 'তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দল পদক্ষেপ করলে কিছু যায় আসে না'।'কংগ্রেসের বেশ কিছু অংশে তৃণমূলের দালালি করার প্রবণতা দেখা যাচ্ছে'। 'হয়ত নিজেদের আসন বাঁচাতে তৃণমূলের দালালি করছে'। 'বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে জোট চায় না, লড়াই চায়'
'আমি কোনও নেতার প্রতি দায়বদ্ধ নই, কর্মীদের প্রতি দায়বদ্ধ'।'তৃণমূলের সঙ্গে কোনও আসন সমঝোতা, জোট করা যাবে না'।'তৃণমূলকে চোর বললে দল যদি ব্যবস্থা নেয়, আমার কিছু করার নেই',মন্তব্য কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola