Train Robbery: সোনার দুল ছিনতাই করে মহিলা যাত্রীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ | ABP Ananda Live

Katwa News : সোনার দুল ছিনতাই করে মহিলা যাত্রীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কাটোয়া-ব্য়ান্ডেল শাখায়। সারারাত রেললাইনের ধারেই পড়েছিলেন ওই গৃহবধূ। আজ সকালে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে রেলের তরফে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর পাশেই রেললাইনে পড়েছিল অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। মহিলা যাত্রীর দাবি, ওই যুবকই তাঁর কানের দুল ছিনতাই করে। তবে কীভাবে সে ট্রেন থেকে পড়ে যায়, তা তাঁর জানা নেই বলে দাবি করেন ওই মহিলা। পরিবার সূত্রে খবর, নবদ্বীপে ওষুধ আনতে গিয়েছিলেন কাটোয়ার বাসিন্দা ওই মহিলা। বাড়িতে ফোন করে জানান রাতের ব্য়ান্ডেল-কাটোয়া লোকালে ফিরছেন। থানায় মিসিং ডায়েরি ও রেল পুলিশকে জানানো হয়। সেই সূত্রেই সকালে গোটা ঘটনা সামনে আসে। ঘটনায় রাতের ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola