IT Raid: কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের আমিরুদ্দিন ববির হোটেলে আয়কর দপ্তরের হানা | Bangla News
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের হোটেলে আয়কর হানা । ৫৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমিরুদ্দিন ববির হোটেলে হানা।এজেসি বোস রোডে হোটেলে সকাল থেকে তল্লাশি আয়কর আধিকারিকদের।আয়ের বহির্ভূত সম্পত্তির অভিযোগে তল্লাশি: সূত্র। বারবার ফোন করলেও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কাউন্সিলর আমিরুদ্দিন ববি।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live ABP Ananda Bengali News ITraid