IT Raid in Murshidabad: ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির হেড অফিস-সহ একাধিক কেন্দ্রে হানা আয়কর দফতরের

Continues below advertisement

মুর্শিদাবাদের (Murshidabad) সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির হেড অফিস-সহ একাধিক কেন্দ্রে হানা দিল আয়কর দফতর (IT Raid)। সকাল থেকে শুরু হয়েছে অভিযান। প্রতিটি অফিসের বাইরে মোতায়েন রয়েছে CISF। পতাকা বিড়ির (Pataka Industries)হেড অফিস-সহ ৮টি শাখায় চলছে আয়কর দফতরের তল্লাশি অভিযান। মির্জা গালিব স্ট্রিটেও পতাকা বিড়ির অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram