Ananda Live: উদ্ধার 'কুবেরের ধন', জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার ১১ কোটি টাকা
এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 'কুবেরের ধন'। জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার ১১ কোটি টাকা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। গতকাল দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদে অভিযান চালান আয়কর দফতরের অফিসাররা। আয়কর দফতর সূত্রে জানা গেছে, ৩টি জায়গা থেকে এ পর্যন্ত ১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস, কারখানা ও গুদাম থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১১ কোটি টাকা। তৃণমূল বিধায়কের শুধুমাত্র একটি অফিস থেকেই ৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। এত টাকা কোথা থেকে এল? এভাবে নগদ টাকা কেন লুকিয়ে রাখা হয়েছিল? সবই খতিয়ে দেখছে আয়কর দফতর।
এগরার পর এবার পটাশপুর। পূর্ব মেদিনীপুরে ফের ধাক্কা খেল নন্দকুমার মডেল। পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম-রাম জোটকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের। ১৪টির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এরপর বাকি ১০টি আসনেও শাসকদল সমর্থিত প্রার্থীরাই জয়ী হন। বিজেপির অভিযোগ, তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করায়, নির্বাচন অবাধ হয়নি। বামেদের প্রতিক্রিয়া মেলেনি। এই জয় পঞ্চায়েত ভোটে বাড়তি অক্সিজেন জোগাবে বলে দাবি করেছে তৃণমূল। এর আগে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর সমবায় সমিতিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।