10tay 10 dik seg 1: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বাড়ার পর, বঙ্গ সফরে এসে আজ কৃষ্ণনগরে সভা করবেন জে পি নাড্ডা। ABP Ananda Live
বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বাড়ার পর, বঙ্গ সফরে এসে আজ কৃষ্ণনগরে সভা করবেন জে পি নাড্ডা (JP Nadda)। নিউটাউনের (Newtown) ওয়েস্ট ইন হোটেলে রাত্রিবাসের পর, সকালে বাঙালি সংস্কৃতি মেনে নাড্ডাকে সম্বর্ধনা দেবে রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব। তারপর কলকাতা থেকে হেলিকপ্টারে মায়াপুর যাবেন নাড্ডা। ইস্কনের মন্দির দর্শনের পর সেখানে প্রসাদ খাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সড়কপথে নদিয়ার বেথুয়াডহরিতে যাবেন নাড্ডা। সেখানে দলের জন সম্পর্ক যাত্রায় যোগ দেবেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীনে যে ৭টি বিধানসভা রয়েছে, সেখানকার দলীয় নেতা, কর্মীরা এই সভায় থাকবেন। কর্মসূচির শেষে হোটেলে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে তাঁর কাছে রিপোর্ট পেশ করবে বঙ্গ বিজেপি। এরপর মায়াপুর হয়ে কলকাতা ছুঁয়ে আজই ফিরে যাবেন নাড্ডা।