J. P. Nadda: 'দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়', মুখ্যমন্ত্রীকে নিশানা জে পি নাড্ডার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পোস্ট, পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যেখানে ধর্মতন্ত্রের নামে বর্বরতার ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মী, বিধায়করা এটাকে আইনের মান্যতা দিচ্ছেন। সন্দেশখালিই হোক, 
বা উত্তর দিনাজপুর এবং আরও অনেক জায়গা, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। চোপড়াকাণ্ডে পোস্ট নাড্ডার।

কলকাতা, সল্টলেক, ঝাড়গ্রাম, হুগলির পরে এবার তমলুক!  চোর সন্দেহে ফের গণপিটুনি, রেহাই নেই মহিলা-কিশোরীর! ভিক্ষার নাম করে চুরির সন্দেহ, ২ মহিলা-সহ কিশোরীকে মার, পিছমোড়া করে বেঁধে তমলুকে ৩জনকে বেধড়ক মার। ২ মহিলা-সহ ৩জনকে মার, উদ্ধার করল তমলুক থানার পুলিশ।

হাসপাতালে লাঠিপেটা, সীমা পার সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যালে পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে রোগীর পরিজনদের লাঠিপেটা করল সিভিক ভলান্টিয়ারও! রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন, তদন্ত কমিটি গঠন করল ন্যাশনাল মেডিক্যাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola