Jadavpur Incident: যাদবপুরকাণ্ডে বারুইপুরে পার্টি অফিসের গেটে তালা ঝোলাল TMCP
ABP Ananda Live: যাদবপুরকাণ্ডে রাস্তায় সিপিএম, বারুইপুরে পার্টি অফিসের গেটে তালা ঝোলাল TMCP। সিপিএমের দলীয় কার্যালয়ে আটকে সুজন চক্রবর্তীরা। ভিতরে স্লোগান সিপিএম কর্মী-নেতাদের। TMCP-র সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি সিপিএম কর্মী-সমর্থকদের।
ক্যাম্পাসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র, 'বানানো' তত্ত্ব খারিজ, কী বলছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়
ক্যাম্পাসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র, 'বানানো' তত্ত্ব খারিজ। এবিপি আনন্দ এক্সক্লুসিভ যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। বানানো তত্ত্ব খারিজ করে ইচ্ছাকৃত গাড়িতে পিষে দেওয়ার অভিযোগ! 'ইচ্ছাকৃতভাবে গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল'। 'খোদ শিক্ষামন্ত্রীই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন'। 'গাড়ি থামাতে বলেছিলাম, উল্টে গাড়ির গতি বাড়িয়ে দেওয়া হয়েছিল'। 'শিক্ষামন্ত্রী ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন, তাও মিথ্যে রটানো হচ্ছে'। মিথ্যে বললে হাসপাতালে ভর্তির সময় মিলিয়ে দেখার চ্যালেঞ্জ। বিরুদ্ধ স্বর দমন করাই উদ্দেশ্য ছিল তৃণমূলের: ইন্দ্রানুজ রায়।