Jadavpur News: যাদবপুরের প্রাক্তনী হিন্দোলের সঙ্গে আফতাবের তুলনা সরকারি আইনজীবীর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE : শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলাকাণ্ডে ধৃত যাদবপুরের প্রাক্তনী হিন্দোলকে আদালতে পেশ । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের ওই প্রাক্তনীর বিরুদ্ধে। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে। দেন অভিযুক্ত।অত্য়ন্ত মেধাবী ছাত্র। স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্য়াল সায়েন্সেসের ওপর গবেষণা করে ফিরেছেন। গতকাল স্পেন থেকে ফেরার সময় দিল্লি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে হিন্দোলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত ১ মার্চ শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রীকে হেনস্থা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায়, দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হল বিশ্ববিদ্য়ালয়ের এক প্রাক্তনীকে। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার পরিকল্পনা ছকেন গবেষক হিন্দোল মজুমদার। যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন যাদবপুরের ওই প্রাক্তনী। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, এমনকী শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোরও নির্দেশ দেন হিন্দোল মজুমদার, এমনটাই খবর পুলিশ সূত্রে।

 

 

'চোরের মতো দেহ নিয়ে যাচ্ছিল পুলিশ', গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের; চরম উত্তেজনা মুকুন্দপুরে

চাকরিহারা এক শিক্ষককের মৃত্যুতে উত্তেজনা আরএন টেগোরে। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। মৃত চাকরিহারা শিক্ষককের দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন চাকরিহারা। 'চোরের মতো দেহ নিয়ে যাওয়া হচ্ছিল', বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। 'সুবল হত্যার বিচার চাই', বলে স্লোগান তোলেন চাকরিহারা শিক্ষকরা। আরএন টেগোর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরেরর সুবল সোরেনের। চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন তিনি, এমনই দাবি করেছেন মৃতের স্ত্রী। আরএন টেগোর হাসপাতালে আজ সকালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন চাকরিহারা শিক্ষক। আজ সকালে স্ট্রোকে মৃত্যু হয় সুবল সোরেনের। 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola