Jadavpur: শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র, 'বানানো' তত্ত্ব খারিজ, কী বলছেন যাদবপুরের আহত ছাত্র?

ABP Ananda Live: ক্যাম্পাসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র, 'বানানো' তত্ত্ব খারিজ। এবিপি আনন্দ এক্সক্লুসিভ যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। বানানো তত্ত্ব খারিজ করে ইচ্ছাকৃত গাড়িতে পিষে দেওয়ার অভিযোগ! 'ইচ্ছাকৃতভাবে গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল'। 'খোদ শিক্ষামন্ত্রীই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন'। 'গাড়ি থামাতে বলেছিলাম, উল্টে গাড়ির গতি বাড়িয়ে দেওয়া হয়েছিল'। 'শিক্ষামন্ত্রী ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন, তাও মিথ্যে রটানো হচ্ছে'। মিথ্যে বললে হাসপাতালে ভর্তির সময় মিলিয়ে দেখার চ্যালেঞ্জ। বিরুদ্ধ স্বর দমন করাই উদ্দেশ্য ছিল তৃণমূলের: ইন্দ্রানুজ রায়। 

 

অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি, 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?'

অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি। 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?' 'প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে'। 'প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে'। 'ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাত না'। 'যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে'। 'যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না'। এর আগে বাবুল, ধনকড়কে বাধা, এবার ব্রাত্যকেও বাধা। ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে আহত না হলে কেউ সমবেদনা দেখাত না। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola