Jadavpur News: 'ভোটের ১৫ দিন আগেই ভোট হয়ে যাবে', হুঁশিয়ারি দিলেন বারুইপুর পূর্বের বিধায়ক
ভোটের (Loksabha Election) ১৫ দিন আগেই ভোট হয়ে যাবে। কোনও বুথে খারাপ ফল হলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। যাদবপুরের (Jadavpur) তৃণমূল (TMC) প্রার্থী সায়নী ঘোষের সামনেই কর্মিসভায় হুঁশিয়ারি দিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। বিধায়কের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সায়নী। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।