Jadavpur University: ২০২৪ সালের হাইকোর্টের নির্দেশকেই আপাতত মান্যতা দিল যাদবপুর । আজ থেকে খুলল পোর্টাল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বাম আমলের ওবিসি তালিকার ভিত্তিতেই যাদবপুরে ভর্তি! স্নাতকে ভর্তির ক্ষেত্রেc। ২০২৪ সালের হাইকোর্টের নির্দেশকেই আপাতত মান্যতা দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । আজ থেকে খুলল যাদবপুরে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তির পোর্টাল । ওবিসির আওতায় ৬৬টি জনজাতি রেখেই ভর্তির প্রক্রিয়া শুরু । কলেজগুলিতে ভর্তির পোর্টাল চালু হলেও ওবিসি নিয়ে ধন্দ কাটেনি 

আরও খবর...

কেলগ কাণ্ডের আঁচ ভবানীপুরে, চিকিৎসকের বাড়িতে সুকান্তর যাওয়া ঘিরে ধুন্ধুমার । তুলকালামের পর সুকান্ত ও চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়কে আটক । আটক করে ২ জনকে নিয়ে যাওয়া হল লালবাজারে । সুকান্তকে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা । বিজেপি কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে সুকান্তদের নিয়ে গেল পুলিশ । হরিশ মুখার্জি রোডে চিকিৎসকের বাড়ি, ভবানীপুরেই সুকান্তকে আটকে দেয় পুলিশ। চিকিৎসকের বাড়িতে যেতে না দেওয়ায় চিকিৎসকই চলে আসেন সুকান্তর কাছে । পুলিশ জানায় চিকিৎসক বাড়িতে নেই, যাওয়া যাবে না, দাবি সুকান্তর । চিকিৎসক বাড়িতেই রয়েছেন, এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, পাল্টা দাবি বিজেপির । সুকান্ত মজুমদারকে সব কিছু জানাবেন বলে অপেক্ষা করছেন, ভিডিও দিয়ে দাবি বিজেপির । দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর চিকিসকই হেঁটে চলে যান সুকান্তর কাছে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola