JU Student Death:পড়ুয়া মৃত্য়ুর রিপোর্ট ইউজিসিকে পাঠানো নিয়ে নতুন বিতর্কে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।ABP Ananda LIVE
পড়ুয়া মৃত্য়ুর পর, এবার তা নিয়ে ইউজিসিকে পাঠানো রিপোর্ট নিয়েও নতুন করে বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। যাদবপুরের দাবি, তাদের রিপোর্টে ইউজিসি সন্তুষ্ট। পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবি, গত কয়েকদিনে কী করা হয়েছে রিপোর্টে যাদবপুর কর্তৃপক্ষ, তার উল্লেখ করলেও, আগে কী ব্য়বস্থা ছিল, তা নিয়ে রিপোর্টে কিচ্ছু লেখেনি।