Jadavpur University : 'রাত ১০টার পর হস্টেলের বাইরে নয়', ছাত্রমৃত্যুর ৪০ দিন পর হুঁশ ফিরল যাদবপুর কর্তৃপক্ষের
ছাত্রমৃত্যুর ১ মাস ১০ দিন পর অবশেষে হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 'রাত ১০টার পর হস্টেলের বাইরে থাকতে পারবেন না পড়ুয়ারা। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হস্টেলের গেট। হস্টেলে অনুপস্থিত থাকলে লাগবে সুপারের অগ্রিম অনুমতি। ভিজিটরদের পরিচয়পত্র বাধ্যতামূলক, রেজিস্টারে লিখতে হবে নাম ঠিকানা, ফোন নম্বর। আবাসিক পড়ুয়াদেরও হস্টেলের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে', বিজ্ঞপ্তি জারি ডিন অফ স্টুডেন্টস-এর