
Jadavpur University: ক্যাম্পাসে ঢোকা আটকাতে পোস্টার, সুরক্ষা চেয়ে উপাচার্যকেই চিঠি ওমপ্রকাশের।
ABP Ananda Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তৃণমূলপন্থী অধ্য়াপক সংগঠনের নেতা ওমপ্রকাশ মিশ্রের নামে এবার পোস্টার পড়ল ক্যাম্পাসে। তাঁকে সাসপেন্ড করা ও ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে। পাল্টা উপাচার্যের দ্বারস্থ হয়েছেন ওমপ্রকাশ মিশ্র। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে অন্তবর্তী উপাচার্যকে দেওয়া চিঠিতে ওমপ্রকাশ লিখেছেন, 'সব পোস্টার সরিয়ে দেওয়া হোক এবং আমি যাতে কোনও বাধা ছাড়া নিজের অফিসে ঢুকতে পারি তা নিশ্চিত করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ'। যদিও এনিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ অন্তর্বর্তী উপাচার্য। শনিবারের ঘটনার পর থেকে এখনও অবধি বিশ্ববিদ্যালয়ে যাননি তিনি।
স্কুটার-তত্ত্বের পর এবার আঘাত নিয়ে প্রশ্ন। যাদবপুরে গাড়ি চাপা পড়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ খারিজ করতে, ফের ময়দানে নামল তৃণমূল। যদিও, আঘাত নিয়ে তাদের তোলা প্রশ্ন সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মা। হাসপাতালের বেডে শুয়ে, সেদিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজও।
তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, চোখের ওপর থেকে টায়ার চলে গেলে, মাথা তো থেঁতো হয়ে যাওয়ার কথা। কিন্তু, শুধু চোখে চোট লেগেছে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেছিলেন, ওটা গাড়ির খুব ভারী ধাক্কায় থেঁতলে গেছে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে, শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ উঠেছে!চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এই পরিস্থিতিতে আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু।