
Jadavpur University: SFI তখনও করেছিল বাম, অতিবাম। এখনও বাম অতিবামই করেছে: বাবুল সুপ্রিয়
ABP Ananda Live: 'SFI তখনও করেছিল বাম, অতিবাম। এখনও বাম অতিবামই করেছে', যাদবপুরে নিজের ওপর হামলার প্রসঙ্গ টেনে, শনিবারের ঘটনা নিয়ে এভাবেই বামেদের নিশানা করলেন তৃণমূল বিধায়ক ও পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। বললেন, SFI, বাম, অতি বাম যাদের কোনও আদর্শ নেই গুন্ডামি করেছে।তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় পৌঁছেছিলেন বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে। তাঁকেও কীভাবে হেনস্থা করা হয়েছিল, এদিন সে প্রসঙ্গও টেনে আনেন পর্যটনমন্ত্রী।
স্কুটার-তত্ত্বের পর এবার আঘাত নিয়ে প্রশ্ন। যাদবপুরে গাড়ি চাপা পড়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ খারিজ করতে, ফের ময়দানে নামল তৃণমূল। যদিও, আঘাত নিয়ে তাদের তোলা প্রশ্ন সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মা। হাসপাতালের বেডে শুয়ে, সেদিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজও।
তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, চোখের ওপর থেকে টায়ার চলে গেলে, মাথা তো থেঁতো হয়ে যাওয়ার কথা। কিন্তু, শুধু চোখে চোট লেগেছে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেছিলেন, ওটা গাড়ির খুব ভারী ধাক্কায় থেঁতলে গেছে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে, শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ উঠেছে!চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এই পরিস্থিতিতে আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু।