ABP News

Jadavpur University Chaos: অধ্যাপকদের হেনস্থার অভিযোগে মিছিলে নামল তৃণমূল শিক্ষক সেল

Continues below advertisement

ABP Ananda Live: অধ্যাপকদের হেনস্থার অভিযোগে মিছিলে নামল তৃণমূল শিক্ষক সেল। মিছিল থেকেই বামপন্থী ছাত্র সংগঠনের উদ্দেশে আক্রমণ শানালেন তৃণমূলপন্থী শিক্ষক-অধ্যাপকেরা। অন্যদিকে, ছাত্র নির্বাচনের দাবি সহ, শনিবারের ঘটনায় ছাত্রদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বিষয়ে উপাচার্যকে আলোচনায় বসার দাবি তুলেছিল যাদবপুরের বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। সেই ঘটনায় মঙ্গলবার দুপুর ২টো পর্যন্ত উপাচার্যকে সময়ও বেঁধে দেওয়া হয়। উপাচার্যের দিক থেকে কোনও সাড়া না পাওয়ায় পাল্টা কর্মসূচির ঘোষণা করলেন তাঁরা। 

 

স্কুটার-তত্ত্বের পর এবার আঘাত নিয়ে প্রশ্ন। যাদবপুরে গাড়ি চাপা পড়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ খারিজ করতে, ফের ময়দানে নামল তৃণমূল। যদিও, আঘাত নিয়ে তাদের তোলা প্রশ্ন সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মা। হাসপাতালের বেডে শুয়ে, সেদিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজও।

তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান  দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, চোখের ওপর থেকে টায়ার চলে গেলে, মাথা তো থেঁতো হয়ে যাওয়ার কথা। কিন্তু, শুধু চোখে চোট লেগেছে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেছিলেন, ওটা গাড়ির খুব ভারী ধাক্কায় থেঁতলে গেছে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে, শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ উঠেছে!চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এই পরিস্থিতিতে আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram