Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, ৭ টি FIR দায়ের, গ্রেফতার ১ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, ৭ টি FIR দায়ের, গ্রেফতার ১ । শিক্ষাবন্ধু সমিতির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১ । গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী । ধৃত মহম্মদ সাহিল আলি ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ছাত্র । রাতে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অফিসে ফের আগুন । শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, ক্যাম্পাসে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা । যাদবপুর থানায় জোড়া অভিযোগ তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার । শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ TMCP সদস্যার । বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের যাদবপুরের এক পড়ুয়ার

নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স

নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। উল্টোদিকের লেনে ঢুকে লরির ধাক্কায় মৃত্যু হল ২ মহিলা-সহ ৩ জনের। রোগী, অ্যাম্বুল্যান্স চালক, লরি চালক-সহচারজন আহত হন। গতকাল রাত ১২টা নাগাদ হরিণঘাটার জাগুলিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে রোগী নিয়ে কলকাতার SSKM হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। জাতীয় সড়কের কলকাতাগামী
লেনে যানজটের কারণে উল্টোদিকের লেন ধরেছিলেন অ্যাম্বুল্যান্স চালক। রানাঘাটের দিকে যাওয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সের ৩ সওয়ারির। আহতরা  কল্যাণীর JNM হাসপাতালে ভর্তি রয়েছেন। 

সাত সকালে লাইট পোস্ট থেকে আগুন ছড়াল হরিদেবপুরের করুণাময়ী ঘাট রোডে। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। সকাল ৭টা নাগাদ লাইট পোস্ট থেকে আগুন পড়ে। ঘিঞ্জি এলাকা, গায়ে গায়ে বাড়ি। লাইট পোস্টের সংলগ্ন ফিডার বক্স। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকলের ২টি ইঞ্জিন একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এলাকাবাসীর অভিযোগ, দমকল সময় মতো আসেনি। এলাকায় তারের জঙ্গল, যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola