Jadavpur University : শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুরের ছাত্র, কেমন আছেন তিনি ?

ABP Ananda LIVE : রবিবার সকালেও পরিস্থিতি থমথমে। গতকালের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচটি FIR দায়ের হয়েছে যাদবপুর থানায়। পাশাপাশি, একজনকে আটক করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অশান্তি ছড়ানোয় যুক্ত থাকায় বেশ কয়েক জনের খোঁজ চলছে। (Jadavpur University Clash)

গোটা ঘটনার সূচনা ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে ঘিরে। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে বলে দাবি তোলে বাম ছাত্র সংগঠন SFI. সকাল থেকেই সেই নিয়ে পরিস্থিতি তেতে ছিল। দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য ABCUPA-র বৈঠক থেকে বেরোলে সেই নিয়ে কার্যত রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। ব্রাত্যর গাড়ির সামনে বসে পড়া থেকে গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। গাড়ির কাচ ভাঙার পাশাপাশি, চাকার হাওয়াও খুলে দেওয়া হয়। ছোড়া হয় জুতোও। ব্রাত্যকে হেনস্থা করার অভিযোগও ওঠে। কোনও রকমে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা করাতে যান। ব্রাত্যর দাবি, উপাচার্য ক্যাম্পাসে পুলিশ ডাকতে বললেও, তিনি ডাকতে চাননি। 

আর এসবের মধ্যেই ঘটে যায় রক্তারক্তিকাণ্ড। মাথা ফেটে যায় এক বিক্ষোভকারী ছাত্রের। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কেপিসি মেডিক্যাল কলেজে। ইন্দ্রানুজ নামের আর এক পড়ুয়ার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায় বলে জানা যায়। অভিনব নামের আর এক পড়ুয়ার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে বলে জানা গিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola