SFI Protest: যাদবুরকাণ্ডের প্রতিবাদে বারাসাতে এসএফআইয়ের প্রতিবাদ মিছিল।
ABP Ananda Live: যাদবুরকাণ্ডের প্রতিবাদে বারাসাতে এসএফআইয়ের প্রতিবাদ মিছিল। সুলেখা মোড় থেকে মিছিল বামেদের। সুলেখা মোড় থেকে CPM-র প্রতিবাদ মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, ৭টি FIR দায়ের, গ্রেফতার ১। শিক্ষাবন্ধু সমিতির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১। গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী। ধৃত মহম্মদ সাহিল আলি ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ছাত্র। রাতে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অফিসে ফের আগুন। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, ক্যাম্পাসে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা। যাদবপুর থানায় জোড়া অভিযোগ তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার। শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ TMCP সদস্যার। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের যাদবপুরের এক পড়ুয়ার।
ব্রাত্য বলেন, 'যাদবপুর প্রায় মুক্তাঞ্চলে পরিণত করার চেষ্টা। আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম, চেয়েছিলাম ডেপুটেশন জমা দিক, ওরা দিতে রাজি হল না। ৩০-৪০ জনের একটা গ্যাং ছিল, ওদের চিনি না। এসএফআইয়ের ডেপুটেশন দিয়েছিল, ৪-৫টি অতিবাম কয়েকটি সংগঠন ছিল, তাঁরা বলছিল সবার সঙ্গে একসঙ্গে বসে ডেপুটেশন দিতে হবে, সেটা সম্ভব ছিল না। ওরা শারীরিকভাবে হেনস্থা করতে চাইছিল, টানা অধ্যাপকদের মারধর করেছে। ছাত্র হয়ে অধ্যাপকদের মারছে, এটা দুর্ভাগ্যের।'