ABP News

Jadavpur University: কাজে যোগ দিলেন যাদবপুরের উপাচার্য, পড়ুয়াদের বিক্ষোভ

Continues below advertisement

ABP Ananda Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের। চার নম্বর গেটের বাইরে পথ অবরোধ ও বিক্ষোভ । সহপাঠীর নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ । বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, স্থায়ী পদে অধ্যাপকদের নিয়োগেরও দাবি।

ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়

আগেই জানান দিয়েছিল আবহাওয়া দফতর। ফের পূর্বাভাসা মিলিয়েই সপ্তাহের শুরুতেই ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। সন্ধ্যার পরেই শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। কোথাও আবার শিলাবৃষ্টি। গতকালের ধারাই বজায় থাকলও আজও। বলা ভাল গতকালের থেকেও আজ বড় আকারের শিল পড়েছে বাংলার মাটিতে ! তবে সেভাবে শিলাবৃষ্টি বা ঝড় না হলেও, দু এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতাতেও।

তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল?

তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল? সুশান্ত-লিপিকা সংঘাত, 'নির্জলা' রাজডাঙার ৬০টি পরিবার! রাজডাঙার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের 'হুইপ' ঘিরে তোলপাড়! ১৫দিন ধরে জল নেই রাজডাঙার পূর্ব পাড়ায় ৬০টি পরিবারের। কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ।

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram