Jadavpur University Chaos: দাবি-পাল্টা দাবি! চ্য়ালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জ! শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কী হয়েছিল?

ABP Ananda Live: দাবি-পাল্টা দাবি! চ্য়ালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জ! শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কী হয়েছিল? তা নিয়ে এবার মুখোমুখি বাগযুদ্ধে তৃণমূল এবং সিপিএম। ভিডিওর ফ্রেম ধরে ধরে দেখিয়ে, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, "যে ছবি দেখানো হচ্ছে, তা ভুয়ো"। কয়েকঘণ্টার মধ্য়ে, সাংবাদিক বৈঠক থেকে, চ্য়ালেঞ্জ ছুড়ে, সিপিএমের রাজ্য় কমিটির সদস্য় সৃজন ভট্টাচার্য কটাক্ষের সুরে বলেন, "শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেছেন, তাঁর গাড়ির তলায় একজন ছাত্র চলে গিয়েছিল। আর তাঁর দলের মুখপাত্র বলছেন, এরকম কোনও ঘটনা ঘটেনি।" সোমবার ফেসবুকে থালা-বাটি-সহ কার্যত ডেমো দিয়েও, গাড়ি চাপা পড়ার তত্ত্ব খারিজের চেষ্টা করেন দেবাংশু ভট্টাচার্য। দাবি করেন, ইন্দ্রানুজ হোঁচট খায় পাশে থাকা  স্কুটারে। গাড়ি ইন্দ্রানুজের সামনে অন্তত ৬-৭ ফুট আগে। সুতরাং কোনো গাড়ি চাপা পরে নি। এরপরই আজ পুরো ভিডিও তুলে ধরে, তরুণ সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য পাল্টা বুঝিয়ে দেন, গাড়ি তলায় চাপা পড়েই গুরুতর জখম হয়েছেন ইন্দ্রানুজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola