JU News : স্কুটার দুর্ঘটনা নয়, ব্রাত্যর গাড়ির ধাক্কাতেই আহত ইন্দ্রানুজ। দেবাংশুর দাবি ওড়াল এসএফআই
ABP Ananda LIVE : স্কুটার দুর্ঘটনা নয়, ব্রাত্যর গাড়ির ধাক্কাতেই আহত ইন্দ্রানুজ। ঘটনার মুহূর্তের ফুটেজ দেখিয়ে দেবাংশুর দাবি ওড়াল এসএফআই। 'শিক্ষামন্ত্রী অসত্য বলেছেন। দেবাঞ্জনরা দেখা করতে গিয়েছিল বিকাশভবনে। দেখা করেননি। পুলিশ লাগিয়ে মারধর করিয়েছেন', SFI নেতা সৃজন। এছাড়াও আক্রমণ করলেন আরও এক হেভিওয়েটকে।
West Bengal News Live: অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি, 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?'
অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি। 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?' 'প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে'। 'প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে'। 'ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাত না'। 'যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে'। 'যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না'। এর আগে বাবুল, ধনকড়কে বাধা, এবার ব্রাত্যকেও বাধা। ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে আহত না হলে কেউ সমবেদনা দেখাত না।