Jadavpur University: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ | ABP Ananda LIVE

ABP Ananda live: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ

পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এআইডিএসও-র

'লাথি-কিল-চড় মারা হয়, থানার ওসি কোমরের বেল্ট খুলে মেরেছেন' । 'আমার পায়ের ওপর পুলিশকর্মীদের দাঁড়াতে বলেন ওসি' । 'ওসি লাঠি দিয়ে মারধর করেন' । 'অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়' । 'বিশ্ববিদ্যালয়ের গেটে কী কারণে যাও, প্রশ্ন করেন ওসি' । 'কেমন ধর্মঘট করছো, এবার দেখাবো, বলেন ওসি' । পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এআইডিএসও-র।  'আমাকে এলোপাথাড়ি লাথি মারা হয়, নাম-ঠিকানা লেখার সময় মারধর করা হয়' । 'হাতের ওপর মোম ঢেলে দেওয়া হয়' । 'থানার মধ্যে অনেক জায়গা আছে, যেখানে মেরে পুঁতে দিলেও কেউ খোঁজ পাবে না', এমনটাই হুমকি দেন থানার ওসি । 'জেলা সম্পাদিকাও অত্যাচারের শিকার' । 'অভিভাবক দেখা করতে এলে ওসির রুমে নিয়ে যাওয়া হয়' । 'মারধরের পর ঠিকমতো হাঁটতে পারছিলাম না' । 'এত অত্যাচারের পরেও পুলিশ বলেছে কিছুই করা হয়নি' । 'রাতে সিসিটিভি-র আওতার বাইরে নিয়ে যাওয়া হয়' । 'তোমরা ভুল করেছ, বলতে চাপ দেওয়া হয় পুলিশের তরফে' । 'কোনও অন্যায় করিনি, তাও কেন ক্ষমা চাইব ?', পাল্টা প্রশ্ন করা হয় পুলিশকে । 'এইভাবে অসম্মান থানার ওসি করে দেখালেন'
'মহিলার অপমান, থানার ওসিকে শাস্তি দিতে হবে, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিন', মন্তব্য AIDSO-র

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola