JU News : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচিতে 'না' হাইকোর্টের
ABP Ananda Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচিতে 'না' কলকাতা হাইকোর্টের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর পড়ুয়াদের চড়াও হওয়া এবং তার পর সংঘর্ষ, পড়ুয়াদের আহত হওয়ার ঘটনা নিয়ে মামলার শুনানিতেই এমন নির্দেশ দিল আদালত। শুধু তাই নয়, ওই দিন বিশ্ববিদ্য়ালয়ে ব্রাত্যর যাওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আদলতের প্রশ্ন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয়, এটা জানার পরেও কেন আমন্ত্রণ গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী?" (Jadavpur University) এর পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ে বেসরকারি নিরাপত্তারক্ষীদের কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর বক্তব্য়, "২০১৪ থেকে যাদবপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে, আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় কেন রাজ্যের কাছে পুলিশি সহায়তা চায়নি?" তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি রয়েছে।