JU Incident : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর কলেজের সামনে ফের বিক্ষোভ
ABP Amnanda Live: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর কলেজের সামনে বিক্ষোভ। বিক্ষোভ দেখানোর সময় বিক্ষোভকারী ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় মামলা দায়ের হাইকোর্টে। থানায় বেধড়ক মারধরের অভিযোগ ছাত্রী সুচরিতা দাসের। সুচরিতা দাসের আঘাত গুরুতর, খবর সূত্রের। 'থানার মধ্যে গুরুতর মারধর করা হয়'। 'পুলিশের বেল্ট দিয়ে পেটানো হয়'। সারারাত মারধরের পর ভোররাতে ছেড়ে দেয় পুলিশ, অভিযোগ সুচরিতার। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জিতে মামলার আবেদন। থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিতে মামলার আবেদন। মামলার অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, সোমবার শুনানি। ঘটনার প্রতিবাদে মেদিনীপুর কলেজে বিক্ষোভ।
Jadavpur University Chaos: যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR ! 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র..'
'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র',যাদবপুরকাণ্ডে ইতিমধ্যেই ৩ দিন পার। হাইকোর্টের তীব্র ভর্ৎসনা। বামেদের তত্ত্ব উড়িয়ে দিয়েছে শাসক নেতা দেবাংশুরা। বিতর্কের শেষ নেই। প্রকৃত কী ঘটেছিল, তা বোঝাতে, গতকয়েকদিনে সাংবাদিক সম্মেলন করে, তোলা হয়েছে ফ্রেমের পর ফ্রেম। অবশেষে ৪ দিনের মাথায়, গাড়ির চালক-সহ ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে, যাদবপুর থানায় FIR দায়ের করা হয়েছে।