JU Incident : হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজ

ABP Ananda LIVE : '১ মার্চ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন ইন্দ্রানুজ'। যা নিয়ে ইতিমধ্যেই বহু বিতর্ক মোড় নিয়েছে। আজই হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইন্দ্রানুজ। 'KPC হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে বাড়িতে', এমনই জানালেন যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজের বাবা। 

হাইকোর্টের নির্দেশের পর যাদবপুর কাণ্ডে গাড়ি চাপা মামলার তদন্ত নিয়ে নড়ে চড়ে বসল কলকাতা পুলিশ। আহত ছাত্রের বয়ানের উপর ভিত্তি করে ব্রাত্য বসুর বিরুদ্ধে রুজু করা মামলার তদন্ত শুরু। রেকর্ড করা হল আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান। গত সপ্তাহে বুধবার ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে FIR করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।ঘটনার ৩ দিন পর, আদালতের নির্দেশে ওইদিন রাতে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের প্রেক্ষিতে FIR করে যাদবপুর থানা।

বুধবারের পর শুক্রবার যাদবপুরকাণ্ডে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়েছিল পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলেছিলেন বিচারপতি।  তারপরই গাড়ি চাপা মামলার তদন্ত নিয়ে নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ। শনিবার ব্রাত্য বসুর বিরুদ্ধে রুজু করা মামলার তদন্ত শুরু করে যাদবপুর থানা। বিকেলে কেপিসি হাসপাতালে যান, তদন্তকারী অফিসার সহ তিন পুলিশকর্মী।এই হাসপাতালেই তখন ভর্তি ছিলেন যাদবপুরকাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। আহত ছাত্রর বয়ান রেকর্ড করেছিলেন তদন্তকারীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola