Jadavpur University: যাদবপুরে ছাত্রমৃত্যুর পর আজ তৃতীয়বার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
যাদবপুরে ছাত্রমৃত্যুর পর আজ তৃতীয়বার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। ১১ জন সদস্যই উপস্থিত থাকবেন এই বৈঠকে। তলব করা হয়েছে হস্টেল সুপারকে। জানতে চাওয়া হবে, নিয়ম ভেঙে কীভাবে হস্টেলে থাকছিলেন প্রাক্তনীরা। হস্টেলে বহিরাগতদের আনাগোনা ও র্যাগিংয়ের অভিযোগ নিয়ে হস্টেল সুুপারের কাছে জানতে চাওয়া হবে। আজ কয়েকজন প্রাক্তনীকেও তলব করেছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদ পর্বের বিস্তারিত রিপোর্ট প্রতিদিনই পাঠানো হচ্ছে UGC-র কাছে।