Jadavpur University News: যাদবপুরকাণ্ডে তোলপাড় রাজ্য, আজ ফের পথে SFI | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: যাদবপুরকাণ্ডে তোলপাড় রাজ্য, আজ ফের পথে SFI । শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ও হামলার অভিযোগে আজ ফের প্রতিবাদ কর্মসূচির ডাক । শিক্ষামন্ত্রী ওপর পরিকল্পিত হামলা, পাল্টা অভিযোগ তৃণমূলপন্থী অধ্যাপকদের । বাম-তৃণমূল সংঘাতের মধ্যে আসরে ABVP-ও । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে তুলকালাম ABVP-SFI হাতাহাতি । ক্যাম্পাসে 'দখলদারি'!

যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর

যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর। 'ফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রীও দুঃখিত বলে জানিয়েছেন ব্রাত্য বসু। FIR প্রত্যাহার করবেন কি না, ভেবে দেখবেন বলেছেন শিক্ষামন্ত্রী', কারও পদত্যাগ চাই না, পদের মর্যাদা চাই, মন্তব্য ইন্দ্রানুজের বাবার

মধ্যমগ্রামে মহিলাকে খুনের ঘটনায় উদ্ধার হল হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি ও হাতুড়ি। খুনের ঘটনায় ধৃত মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষকে নিয়ে হত্যাস্থল ভাড়াবাড়িতে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ঘটনার পুনর্নির্মাণের সময় ধৃতরা জানায় বাড়ির সামনেই পুকুরে ফেলা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। এরপর মধ্যমগ্রামের যে বাড়িতে মা ও মেয়ে ভাড়া থাকতেন, সেই বাড়ির সামনের পুকুরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি নামানো হয়। পুকুরে তল্লাশি চালিয়ে মেলে বঁটি ও হাতুড়ি। প্রথমে খুন। তারপর ট্রলি ব্য়াগে দেহ ভরে কুমোরটুলিতে মা-মেয়ে। হাড়-হিম করা ঘটনা নাড়িয়ে দেয় গোটা কলকাতাকে। পুলিশের তদন্তে উঠে আসে, সম্পত্তির লোভেই পিসি শাশুড়িকে খুন করেছেন তাঁর আত্মীয়। খুনের পর দেহ ট্রলি ব্যাগে ভরার জন্য কাটা হয়েছিল পায়ের অংশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola