Jadavpur University: লালবাজারে এসে পৌঁছলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্টার্স স্নেহমঞ্জু বসু। ABP Ananda Live

Continues below advertisement

যাদবপুরকাণ্ডে আরও ৬ জন গ্রেফতার। বর্তমান পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার আরও ৬ধৃতদের মধ্যে ৩ জন বর্তমান ও ৩ জন প্রাক্তন পড়ুয়া। ধৃতদের নাম মহম্মদ । আরিফ, যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্র, বাড়ি জম্মু-কাশ্মীরে। ধৃত মহম্মদ আসিফ আজমল, যাদবপুরের চতুর্থ বর্ষের ছাত্র, বাড়ি আসানসোলে। ধৃত অঙ্কন সর্দার, যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্র, বাড়ি রাজারহাট। ধৃত ৩ প্রাক্তন পড়ুয়ার নাম সপ্তক কামিল্যা, অসিত সর্দার ও সুমন নস্কর। ধৃত মহম্মদ আরিফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। ধৃত মহম্মদ আসিফ আজমল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র। ধৃত অঙ্কন সর্দার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। কুলতলির বাসিন্দা অসিত সর্দার সংস্কৃত বিভাগের চলতি বছরের পাস আউট। ধৃত প্রাক্তনী সুমন নস্কর এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের পাস আউট, বাড়ি মন্দিরবাজারে। এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের আরেক প্রাক্তনী সপ্তক কামিল্যা এগরা থেকে গ্রেফতার। ঘটনার পরই হস্টেল ছেড়েছিলেন ধৃতরা। বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। 'ঘটনার পর থেকে পুলিশি জেরায় একই বয়ান দিচ্ছিলেন পড়ুয়ারা'। পড়ুয়াদের একই ধরনের বয়ান দিতে প্রশিক্ষণ দিয়েছিলেন ধৃতরা: সূত্র। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ৯। লালবাজারে এসে পৌঁছলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্টার্স স্নেহমঞ্জু বসু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram