JU News: যাদবপুরের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন
ABP Ananda LIVE: কীভাবে জলে ডুবে গেলেন যাদবপুরের ছাত্রী? একাই গিয়েছিলেন? নাকি অন্য কেউ সঙ্গে ছিল? ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু ঘিরে উঠে আসছে এরকম একাধিক প্রশ্ন। যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু নিয়েই এবার খুনের মামলা দায়ের করল লালবাজার। কীভাবে জলে পড়ে গেলেন অনামিকা? যাদবপুরের ৩ ছাত্রকে তলব।
কীভাবে জলে ডুবে গেলেন যাদবপুরের ছাত্রী? একাই গিয়েছিলেন? নাকি অন্য কেউ সঙ্গে ছিল? ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু ঘিরে উঠে আসছে এরকম একাধিক প্রশ্ন। যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু নিয়েই এবার খুনের মামলা দায়ের করল লালবাজার। কীভাবে জলে পড়ে গেলেন অনামিকা? যাদবপুরের ৩ ছাত্রকে তলব।
কীভাবে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের? পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু? নাকি কেউ তাঁকে ঠেলে জলে ফেলে দিয়েছিল? মৃতের পরিবার খুনের অভিযোগ তুলেছে। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখতে অনামিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে পুলিশ। দেখা হচ্ছে মোবাইলে কার সঙ্গে শেষ কথা বলেছিলেন অনামিকা? কেউ কি তাঁকে ডেকে নিয়ে গেছিল? যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে এখনও পরতে পরতে রহস্য।