JU Student Death : হস্টেলে বিশাল পুলিশ বাহিনী, করা হল ঘটনার পুণর্নির্মাণ
র্যাগিংয়ের নামে বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত জুনিয়রদের? সূত্রের খবর, যাদবপুরে (Jadavpur University) ছাত্র মৃত্যুকাণ্ডে এমনই হাড়হিম করা বয়ান দিয়েছেন হস্টেলের রাঁধুনি। কীভাবে সিনিয়রদের হাতে র্যাগিংয়ের শিকার হতেন জুনিয়ররা, তার বিবরণও উঠে এসেছে রাঁধুনির বয়ানে।