Jadavpur: যাদবপুরকাণ্ডে এবার পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপার | ABP Ananda LIVE
যাদবপুরকাণ্ডে এবার পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপার। ঘটনার দিন রাত ১০টা ৫ মিনিটে এক ছাত্র ফোন করেছিল ডিন রজত রায়কে। জানিয়েছিল, হস্টেলে থাকতে গেলে ঝাঁপ হবে। ডিন অফ স্টুডেন্টস সে কথা জানিয়ে ফোন করে বিষয়টি দেখতে বলেন হস্টেল সুপারকে। পরের ফোন রাত ১২টায়। তিনি জানতে পারেন, এক ছাত্র পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, ছাত্রের ফোন পেয়েও কেন হস্টেলে যাননি ডিন অফ স্টুডেন্টস?